25-Thu-Apr-2019 04:55am

Position  1
notNot Done

প্রধানমন্ত্রী হিসেবে উইনস্টন চার্চিলের প্রথম ভাষণ

zakir

2018-01-15 23:46:45

দ্য পলিটিক্স ডেস্ক:  সামরিক ও রাজনৈতিক জীবনে অসংখ্যবার ভাষণ দিলেও ১৯৪০ সালের ১৩ মে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণটি উইনস্টন চার্চিলকে স্মৃতির পাতায় অমর করে রেখেছে। এই ভাষণ ইংল্যান্ডের রাজনীতিতে আমূল পরিবর্তন আনে। প্রধানমন্ত্রী হিসেবে চার্চিলের আগ্রাসী ভূমিকা এবং জার্মানির প্রতি নেতিবাচক মনোভাবের কারণে জার্মানির সঙ্গে যেকোনো আপসের ক্ষেত্রে সরাসরি বিপক্ষে অবস্থান করেন। তার এ ঐতিহাসিক বক্তৃতা ছিল-
‘যারা এই সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাদের আমি বলেছি আর এই মহান সংসদকেও বলছি, দেওয়ার মতো কিছুই নেই আমার, আছে শুধু রক্ত, কষ্ট, অশ্রু আর ঘাম। আমাদের সামনে অগ্নিপরীক্ষা, আমাদের মাসের পর মাস যুদ্ধ করতে হবে আর কষ্ট সহ্য করতে হবে।
তোমরা যদি জিজ্ঞেস কর আমাদের নীতিমালা কী, তবে জেনে রাখ আমাদের একটাই নীতি; জল, স্থল ও আকশপথে যুদ্ধ চালিয়ে যাওয়া, আমাদের সবটুকু সামর্থ্য আর ঈশ্বর প্রদত্ত শক্তি নিয়ে আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে এক নিষ্ঠুর দানবের বিরুদ্ধে। এটাই আমাদের নীতি ।
যদি প্রশ্ন কর আমাদের লক্ষ্য কী, তবে শুনে রাখ একমাত্র বিজয় ছাড়া আমাদের আর কোনো লক্ষ্য নেই। পথ যতই দীর্ঘ কিংবা কঠিন হোক, বিজয় ছাড়া আমরা অন্য কিছু ভাবছি না। বিজয় ছাড়া আমাদের কোনো পথ খোলা নেই।’
জা.হো