দ্য পলিটিক্স ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।জেদ্দা থেকে রঞ্জু আহমেদ জানান, একুশের প্রথম প্রহরে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এসময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন কনসাল জেনারেল। এসময় বিশ্বের সব ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিলুপ্তির হাত থেকে রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান তিনি। পরে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।